ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
ই-পেপার শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




ইবি শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
ইবি সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২১ পিএম  (ভিজিটর : ২৩৫)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষক তন্ময় সাহা জয়ের বিরুদ্ধে ‘গণহত্যার সমর্থনকারী’ হিসেবে অপপ্রচারের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিভাগের শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন ভবন থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর প্রধান ফটকে গিয়ে তারা মানববন্ধনের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান।

জানা যায়, গত বুধবার রাতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে তন্ময় সাহার নাম ও ছবি ব্যবহার করে তাকে ‘গণহত্যার সমর্থনকারী’ হিসেবে ব্যানার লাগানো হয়। এ ধরনের প্রচারকে ভিত্তিহীন ও ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পারেনি।

এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। যার মধ্যে ছিল: "জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ, লেগেছে রক্তে আগুন!" এবং "তন্ময় স্যারের বিরুদ্ধে অপপ্রচার মানি না, মানবো না!" শিক্ষার্থীরা দৃঢ়ভাবে ঘোষণা করেন, "আমাদের স্যারকে অন্যায়ভাবে হেয় প্রতিপন্ন করার এ চেষ্টার আমরা তীব্র নিন্দা জানাই।"

প্রথম বর্ষের শিক্ষার্থী কানিজ ফাতেমা অবনী বলেন, "আমাদের শিক্ষকের নামে এ ধরনের অপপ্রচার মেনে নেওয়া যায় না। যদি কারো কোনো অভিযোগ থাকে, তবে তা প্রমাণসহ সামনে আসা উচিত। স্যার যে আন্দোলনের বিপক্ষে ছিলেন, এমন কোনো প্রমাণ নেই। বরং তার সমর্থনের অনেক প্রমাণ রয়েছে।"

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইলিয়াস হোসেন বলেন, "আমি আন্দোলনে সরাসরি জড়িত ছিলাম, স্যার সবসময় আমাদের পাশে ছিলেন। যারা স্যারের বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছে, তাদের শাস্তি দাবি করছি।"

তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ হিমেল বলেন, "এই অপপ্রচার সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলক। তন্ময় স্যার সবসময় আমাদের সমর্থন করেছেন এবং পাশে ছিলেন। আমরা দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ চাই।"

প্রসঙ্গত, শিক্ষার্থীরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]