প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৯ পিএম (ভিজিটর : ১৯৮)
গাজীপুরের কাশিমপুর থানার ভবানীপুর এলাকায় অবস্থিত বিগবস নামক তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১১-সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, এরআগে সকালে বকেয়া বেতনের দাবীতে বিগবস কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। তবে এ অগ্নিকান্ডের ঘটনা কিভাবে ঘটেছে এর সূত্রপাত জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে দেখা যাচ্ছে যে, কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি-না। প্রায় চার ঘন্টা ধরে আগুন জ্বলছিল ওই কারখানাটিতে।
খবর পেয়ে গাজীপুর ও কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েও আগুন নেভানোর কাজ করতে পারেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানায়, গাজীপুরের কাশিমপুর বিগবস পোশাক কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে তাঁদের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা আগুন নেভাতে বাধা দেয়, মারপিট করতে আসে এবং একটি গাড়িও ভাঙচুর করে শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ফিরে যায়। পরে সেনা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। সেনা বাহিনী সহায়তা করলে আগুন নেভানো শুরু করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিগবসে আগুন জ্বলছিল।