ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪ ২৪ আশ্বিন ১৪৩১
ই-পেপার বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গার্মেন্ট শ্রমিক নিহত
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩১ পিএম  (ভিজিটর : ১১২)
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শামীম (১৮) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে এঘটনা ঘটে। একটি মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে নাসির গ্রুপের সন্ত্রাসী শুক্কুর ও তার সহোযোগিরা এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে নিহতের স্বজনরা দাবি করেন। নিহত শামীম ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার ফ্লাটের জনুব আলীর ছেলে।

হত্যাকান্ডের সময় সাথে থাকা নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীম সহ তারা তিন বন্ধু হেটে য়াওয়ার সময় এলজিডি কার্যালয়ে সামনে বিলাশনগর এলাকায় বুড়ির দোকান এলাকার শুক্কুরসহ তার বাহিনীর ১৫/২০জন শামীমের ওপর হামলা চালায়। 

তখন বাধা দিলে শুক্কুরসহ তার লোকজন বিজয় ও শামীমকে এলোপাথারী ছুরিকাঘাত করে। এসময় বিজয়ের হাতে ও শামীমের বুকের নিচে ছুরিকাঘাত করা হয়। ওইসময় শামীম মাটিতে পড়ে গেলে শুক্কুর তার বাহিনী নিয়ে পালিয়ে যায়।

 এরপর শামীমকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে  ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শামীমের বড় ভাই বাবলু বলেন, একটি মোবাইল কে কেন্দ্র করে তার ভাইকে নাসির গ্রুপের সন্ত্রাসী শুক্কুর সহ তার সহোযোগিরা ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত শামীমের এক বন্ধুর মোবাইল ঘাতক চক্র ছিনতাই করে নিয়ে গিয়েছিলো। 

এ নিয়ে বিচার শালিসী ও হয়। এতে ক্ষিপ্ত ছিলো ঘাতক চক্র। তার জের ধরেই ছোট ভাই শামীমকে হত্যা করা হয়। গার  ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ জানান, শামীমের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে আছে। হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]