ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
ই-পেপার শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




সোহরাওয়ার্দী কলেজের নতুন অধ্যক্ষকে সোকসাস'র শুভেচ্ছা
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা:
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৩ পিএম  (ভিজিটর : ২৯৬)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের নতুন  অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলি মুখোপাধ্যায়কে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে অধ্যক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা জানায় সোকসাসের সদস্যরা। নতুন অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলী মুখোপাধ্যায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উক্ত সময়ে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ ড.ফরিদ ইয়ামিনসহ অন্যান্য বিভাগীয় শিক্ষকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সোকসাসের সাবেক সভাপতি ইয়াছিন মোল্লা, বর্তমান সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আকবর চৌধুরী, দপ্তর সম্পাদক অবন্তিকা সাহা, অর্থ সম্পাদক আবিদ হাসান, নীরা বিষয় সম্পাদক জিনিয়া ঐশ্বর্য। 

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বর্তমানে সিনিয়ার সদস্য লিখন হোসেন, সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক বর্তমানে সিনিয়র সদস্য সাজ্জাদ হোসেনসহ সোকসাসের অন্যান্য সদস্যবৃন্দ।

অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলী মুখোপাধ্যায় সোহরাওয়ার্দী কলেজের ২৮ তম অধ্যক্ষ হিসেবে সাবেক অধ্যাপক মোঃ মোহসিন কবীরের স্থলাভিষিক্ত হয়েছেন। অধ্যাপক মোঃ মোহসিন কবীর গত ১১ আগষ্ট শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের মুখে পরে পদত্যাগ করেন। এরপর দীর্ঘ এক মাস উপাধ্যক্ষ ড. ফরিদ ইয়াসমিন কলেজ প্রশাসনের দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য, এর আগে অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলি মুখোপাধ্যায় সদরপুর সরকারি কলেজ, ফরিদপুরে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। 





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]