প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০২ পিএম (ভিজিটর : ৭৬)
কুড়িগ্রামের রৌমারীতে বাড়িতে বেড়াতে এসে প্যারালিস্ট রোগে আক্রান্ত বছির উদ্দিন শেখ (৮৫) নামের এক বৃদ্ধকে মারধরে করে হত্যা করা হয়েছে। নুর আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের উত্তর কাউনিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের ছেলে। পুলিশ বলছেন, কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
অভিযুক্ত নুর আলম মিয়া (৩৫) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বেলতলী এলাকার কলিম উদ্দিনের ছেলে ও নিহত বছির উদ্দিন শেখ উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের উত্তর কাউনিয়ারচর এলাকার হেশকারী শেখের ছেলে। সম্পর্কে তারা খালু-ভাতিজা।
নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, ছয় দিন আগে বাড়িতে বেড়াতে আসেন খালাতো ভাই নুর আলম মিয়া। তাকে থাকতে দেওয়া হয় অসুস্থ বাবার সঙ্গে একই ঘরে। হঠাৎ রাত ৩টার দিকে খালাতো ভাই তাকে ডেকে বলেন তোর বাবা মারা গেছে। তখন ঘরে গিয়ে দেখেন বাবার দেহ মাটিতে পড়ে আছে। এ সময় আলো জ্বালিয়ে দেখতে পান তার বাবার মুখে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন ও রক্ত। হত্যার ঘটনায় খালাতো ভাইকে সন্দেহ হলে চিৎকার করে আটক করার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালানোর জন্য ভারত সীমান্তের কাছে চলে যান খালাতো ভাই। এ সময় ভারতে প্রবেশ করার চেষ্টা করলে তাকে আটক করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মিজান বলেন, ওই যুবক হত্যাকান্ড ঘটিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়া চর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৪ পিলারের কাছ দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। খবর পেয়ে পতাকা ক্সবঠকের মাধ্যমে ফেরত নেন দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা। পরে ওই অভিযুক্তকে রৌমারী থানায় হস্তান্তর করেন বিজিবি।
রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা বলেন, নিহতের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। মরহেদ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আসামীকে আটক করে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করেছেন নিহতের ছেলে।