হাইলাকান্দিতে বাংলাদেশি নাগরিক সহ গ্রেফতার আশ্রয়কারী
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১:১০ পিএম (ভিজিটর : ১৭৫)
১২ বছর থেকে ভারতে রয়েছেন এক বাংলাদেশি নাগরিক। গুয়াহাটি - বেঙ্গালুরুর ঘুরে শেষ পর্যন্ত আসামের হাইলাকান্দি জেলার লালায় ধরা পড়লেন বাংলাদেশি যুবক মহম্মদ সিয়াম উদ্দিন (৩০)। তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাটে। বাবার নাম আব্দুল সাত্তার।
হাইলাকান্দি বোর্ডার ডিএসপি ও লালা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযানে আটক করা হয় বাংলাদেশি যুবককে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় লালা থানায়। সেখানে সে পুলিশে বয়ান দিয়েছে, তা হল প্রায় ১২ বছর আগে করিমগঞ্জের বাংলাদেশ সীমানার কাটাতার পেরিয়ে ভারতে ঢুকে চলে যায় গুয়াহাটিতে। এরপর সেখান থেকে সোজা চলে যায় বেঙ্গালুরুতে। সেখান কয়েকবছর থেকে চলে যায় হায়দারবাদে। হায়দারাবাদে থাকাকালীন সময় পরিচয় ঘটে লালার ধনীপুর গ্রামের তাজউদ্দিন চৌধুরীর ছেলে সাব্বির আহমদ চৌধুরীর সঙ্গে। হায়দরাবাদ থেকে তার সঙ্গে লালায় চলে আসে। লালায় এসে সাব্বিরের বাবাকে সেও বাবা ডাকা শুরু করে। পাশাপাশি তাদের সঙ্গে থাকা শুরু করে। শুরু তা নয়, তাজউদ্দিন চৌধুরীকে বাবা পরিচয় দিয়ে একটি প্যানকার্ড ও আধারকার্ড তৈরি করে নেয় সে।
পুলিশ তার প্যানকার্ড ও আধারকার্ড বাজেয়াপ্ত করেছে। তার এই বয়ানে ধনীপুরের তাজউদ্দিন চৌধুরীকে ও আটক করেছে লালা পুলিশ।
এদিকে ধৃত বাংলাদেশি যুবক জানায়, বাংলাদেশে এখন তার আর কেউ নেই। বাবা মারা গেছেন। ভাইবোন নেই। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) ধৃত বাংলাদেশি নাগরিক সহ লালার তাজউদ্দিনকে পুলিশ হাইলাকান্দি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।