ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
ই-পেপার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




নোবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধ
নোবিপ্রবি সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩১ পিএম  (ভিজিটর : ১৮১)
শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের (প্রকাশ্য এবং অপ্রকাশ্য) রাজনীতি এবং রাজনৈতিক প্রচারনা নিষিদ্ধ ঘোষণা করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সোমবার (৯ আগস্ট) রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এবং রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা কর্তৃক প্রকাশিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা ও শিক্ষার্থীদের পড়াশোনা পরিবেশ বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সর্বপ্রকার দলীয় রাজনীতি বা রাজনৈতিক দল সমূহের সহযোগী/অঙ্গ/ ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সাথে যুক্ত হয়ে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ ও সর্বপ্রকার দলাদলি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

আরো বলা হয়, নোবিপ্রবি আইন ২০০১ এর ধারা ৪৭(৫) ও (৬) মোতাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা বা কর্মচারী কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত হাওয়া বা রাজনৈতিক মতাদর্শ প্রচার করার কোন সুযোগ নেই। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রথম রিজেন্ট বোর্ডের ৪৫ তম আলোচ্য সূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের  রাজনীতি অথবা সর্বপ্রকার দলাদলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের শাস্তির বিষয়ে বলা হয়, উপরোক্ত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এবং এ  সিদ্ধান্ত লঙ্ঘনকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]