ছত্তিশগড়ে বজ্রপাতে ৭ জনের মৃত্যু, হাহাকার পরিবারের
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪২ পিএম (ভিজিটর : ১৮৫)
রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের ছত্তিশগড়ে বজ্রপাতে ৭ জন নিহত হয়, আহত হয়েছেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে, ছত্তিশগড়ের বালোদাপাড়ার ভাটপাড়াজেলায়। সন্ধ্যায় কাজ করছিলেন কয়েকজন। সেখানেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, আক্রান্তরা প্রত্যেকেই মাঠের মধ্যে কাজ করছিলেন। সন্ধ্যায় হঠাৎ করেই তুমুল বৃষ্টিপাত শুরু হয়। তখন সকলে পুকুরের ধারে জমা হয়। তখনই বজ্রপাত ঘটে। এর ফলেই মুকেশ, ট্যাংকর সাহু, সন্তোষ সাহু, থানেশ্বর সাহু, পোখরাজ বিশ্বকর্মা, দেবদাস, বিজয় সাহুর মৃত্যু হয়। আরও ৩ জন আহত হয়। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। প্রশাসনিক আধিকারিকদের আহত ব্যক্তিদের সমস্ত রকম সাহায্য করার নির্দেশ দেন।