কাশ্মীরে সেনাবাহিনীর হাতে ২ পাক জঙ্গি নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪১ পিএম (ভিজিটর : ২৭৭)
সীমান্ত পেরিয়ে কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তবে সেই চেষ্টা বারবার ব্যর্থ করছে ভারতীয় সেনা।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে ২ বিদেশি জঙ্গিকে এনকাউন্টারে নিহত করেছে সেনা। একে ৪৭ রাইফেল সহ বেশকিছু অস্ত্র ও উদ্ধার হয়েছে তাদের থেকে।
ভারতীয় সেনা সূত্রে প্রকাশ, পাক সীমান্তে রাজৌরি জেলার নশেরা সেক্টরে ২ জঙ্গিকে নিহত করা হয়েছে। জানা যায়, সীমান্ত পেরিয়ে ২ পাক জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন খবর ছিল সেনার কাছে। তারপরেই রবিবার (৮ সেপ্টেম্বর ) মাঝরাত থেকে জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি। সেনাবাহিনীর গতিবিধি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
রবিবার (৮ সেপ্টেম্বর ) থেকে সোমবার (৯ সেপ্টেম্বর ) ভোর পর্যন্ত জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলে। প্রথমে মনে করা হয়েছিল আহত অবস্থায় সীমান্ত লুকিয়ে রয়েছে ২ জঙ্গি। সেই সন্দেহে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। পরে ২ জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়। তাদের থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। মেলে একে ৪৭ রাইফেল ও।