প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩০ পিএম (ভিজিটর : ২১৬)
বিশ্বজুড়ে সপ্তাহে তিনদিন ছুটি দেওয়ার একটি সংস্কৃতি চালু করতে যাচ্ছে সৌদিআরব । অনেকের মতে সাপ্তাহিক ছুটি বেশিদিন থাকলে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সেই পথে ধরে আগাচ্ছে দেশটি,এবার সপ্তাহে তিনদিনের ছুটির ঘোষণায় সৌদি আরব।
সৌদিআরবের রাজধানী রিয়াদে প্রতিষ্ঠান এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজম্যান্ট প্লাটফর্ম লুসিডিয়া সৌদির প্রথম কোনো কোম্পানি হিসেবে কর্মীদের সপ্তাহে তিনদিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে। এই কোম্পানির কর্মীরা এখন থেকে সপ্তাহে চারদিন অফিস করবেন। আর তিনদিন ছুটি কাটাবেন।
এদিকে লুসিডিয়ার এ ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সপ্তাহের প্রায় অর্ধেক সময় ছুটি দেওয়ার বিষয়টি কর্মীদের উপর কেমন প্রভাব ফেলবে এ বিষয়টি দেখার জন্য অনেকেই আগ্রহী বলে জানিয়েছেন ।
লুসিডিয়া যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সৌদির ইতিহাসে এটি অভূতপূর্ব নজির। তাদের এ উদ্যোগ অনেক মানুষকে রোমাঞ্চিত করেছে। অনেকেই এটির ফলাফল জানতে মুখিয়ে আছেন।
অপরদিকে, সৌদির মানব সম্পদ বিশেষজ্ঞ ড. খালিল আল থিয়াবি সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রাখার আহ্বান জানান। তিনি বলেছেন, যেহেতু জি-২০ জোটের দেশগুলোতে শনিবার ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়। যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে এটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে।উল্লেখ্য যে, সৌদিতে সাধারণত সাপ্তাহিক ছুটি বা বন্ধ থাকে দুইদিন।