প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৬ পিএম (ভিজিটর : ১২৪)
ভোলার তজুমদ্দিনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মিডিয়া হাউজ কমিটি পূণর্গঠিত করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের উদ্যোগে করা এই কমিটিতে সভাপতি পদে হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নুরুল আহাদ তসলিমকে মনোনীত করে ০৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
তজুমদ্দিন মিডিয়া হাউজ এর ইউনিয়ন শাখায় চাঁদপুর থেকে আহ্বায়ক আহসান হাবিব মামুন, সোনাপুর থেকে আহ্বায়ক ইকরাম হোসেন মনির, শম্ভুপুর থেকে আহ্বায়ক লোকমান হোসাইন, চাচঁড়া থেকে আহ্বায়ক মোঃ নোমান ও মলংচড়া থেকে আহ্বায়ক জাকির হোসেন শামীম কে মনোনীত করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় প্রচার বিভাগের সাবেক সহকারী জনাব ইব্রাহিম মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
সভায় প্রধান অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইব্রাহিম মাহমুদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তজুমদ্দিনের গণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা সহ হলুদ সাংবাদিকতা রুখে দেওয়ার জন্য সাংবাদিকদের সাহসী ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য যে, গত ২০২২ সালে মু. হেলাল উদ্দিনকে সভাপতি ও জাকির হোসেন শামিমকে সম্পাদক করে তজুমদ্দিনে মিডিয়া হাউজ কমিটি গঠন করা হয়।