প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৬ পিএম (ভিজিটর : ১৫০)
আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করার প্রথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইদের ছুটি, শিক্ষকদের সার্বজনীন পেনশন আন্দোলন সর্বোপরি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গোটা দেশব্যাপী চলা আন্দোলনে দীর্ঘ প্রায় দুমাস বন্ধ ছিলো বিশ্ববিদ্যালয়।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এক সভায় এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে আগামী একাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়।
সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, ইনিস্টিউটের পরিচালক এবং হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত এক চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘ আলোচনা শেষে আগামী ২০-২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে এটি চূড়ান্ত নয়। একাডেমিক কমিটিতে আলোচনার পর সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিগগিরই শুরু করার বিষয়ে সবাই একমত হয়েছেন। ক্লাস শুরু হলেও পরীক্ষাগুলো আরেকটু সময় নিয়ে অনুষ্ঠিত হবে।