ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
ই-পেপার শনিবার ● ১২ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কাশিমপুর কারাগার থেকে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক ৩ আসামি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৯ পিএম  (ভিজিটর : ২৫০)
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক তিন দূর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বুধবার (৪ সেপ্টেম্বর).রাতে বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও মুন্সীগঞ্জ জেলা সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নয়াগাঁও এলাকার মোসাদ্দেক আলী, একই এলাকার মো: জাকারিয়া ও মুন্সিগঞ্জ জেলা সদরের চরমুক্তারপুর এলাকার জুলহাস দেওয়ান। 

সংবাদ সম্মেলনে র‍্যাব১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট বিকেলে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করেন। এসময় তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কারারক্ষীদের ওপর চড়াও হন। 

তারা কারাগারের দক্ষিণ অংশের দেয়াল ভেঙ্গে গর্ত করতে থাকলে সেটাও প্রতিহত করা হয়। এক পর্যায়ে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটিকে মই হিসেবে ব্যবহার করে পশ্চিম পাশের দেয়াল টপকে ২০৩ জন বন্দি পালিয়ে যায়। এসময় কারারক্ষিদের গুলিতে ৬ জন বন্দি মারাও যান। 

তিনি জানান, এ ঘটনার পর পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি সহ তদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোসাদ্দেক আলী ও জাকারিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি। অপর আসামি মুন্সিগঞ্জের জুলহাস দেওয়ান নিজের শিশু সন্তানকে হত্যা করে ফাঁসির দন্ডপ্রাপ্ত হন। তার বিরুদ্ধে হত্যা সহ ৫ টি মামলা চলমান রয়েছে।  

গ্রেপ্তারকৃত আসামিদের কারাগারে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহ কারাগার থেকে পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্নেলনে জানানো হয়।  
এছাড়া সরকার পতনের আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারেও র‍্যাবের তৎপরতা চলছে বলে জানান অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। 






আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]