প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৮ পিএম (ভিজিটর : ৭০৩)
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৩৩৫ জন ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনায় (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, রাজশাহী (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন এবং রংপুরে একজন।
এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে সরকারের স্বাস্থ্য বিভাগ। ফলে চলতি বছরের ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ জন। মৃতদের মধ্যে ৪৫ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৫৪ দশমিক ৫ শতাংশ নারী রয়েছেন।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১২ হাজার ৪৬২ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ০৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৩ হাজার ৯৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।