প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৪ পিএম (ভিজিটর : ১৩৫)
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগের দাবীতে ফের ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বামৈ পশ্চিম গ্রাম আলাউদ্দিন মার্কেটের সামনে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে রাস্তা অবরোধ করে প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগের দাবীতে ১ দফা দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে স্লোগান দিতে থাকে।
এ বিষয়ে কয়েক জন ছাত্র ছাত্রীদের সাথে আলাপকালে তারা জানান, প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী আমাদের বিদ্যালয়ে নিয়মিত আসেন না এবং নিয়মিত আমাদের কে ক্লাস করেন না। এ ছাড়াও আমাদের বিদ্যালয়ের উন্নয়ন মূলক কোন কাজ না করে অর্থ আত্মসাৎ করেছেন। রোববার (১লা সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর বরাবর স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। তাদের সাথে আলাপ কালে তারা জানান, আমাদের ১ দফা এক দাবী মামুনুর রশীদ চৌধুরী পদত্যাগ চাই। মামুনুর রশীদ চৌধুরী পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা করেন ছাত্র ছাত্রীরা।
ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ এর কারণে প্রায় চার ঘন্টা ধরে দূরপাল্লার গাড়ী সহ যানচলাচল বন্ধ ছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ছাত্র ছাত্রীরা প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে আমার কাছে স্মারক লিপি দিয়েছে। এ ব্যপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।