প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৫:২৬ পিএম (ভিজিটর : ১২০)
নরসিংদীর মনোহরদীতে ৪০ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে উপজেলার চঙ্গভান্ডা গ্রামের বাদল সরকার ও তার স্ত্রী অরিন। এ বিষয়ে বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলার একদোয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা গ্রামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
প্রতারক বাদল সরকার উপজেলার চঙ্গভাঙ্গা গ্রামের হেকিম সরকারের ছেলে।
সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আফসার উদ্দিন বলেন, চঙ্গভাঙ্গা গ্রামের বাদল সরকার ও তার স্ত্রী অরিন রহমান (মুনমুন) অধিক মুনাফার লোভ দেখিয়ে চিনি ও সয়াবিন তেল ব্যবসার নামে চঙ্গভান্ডা গ্রামসহ আশপাশের আরও কয়েক গ্রামের লোকজনের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকা হাতিয়ে নেয়। অভিযোগকারীরা টাকা চাইতে গেলে বেশ কয়েকজনকে মিথ্যা মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেয় বলেও জানান।
চঙ্গভান্ডা গ্রামের মুত হাফিজ উদ্দিনের স্ত্রী রাহিমা বেগম বলেন, পাওনা টাকা চাইতে বিনা দোষে ২১ দিন জেল খেটেছি।
এদিকে গত ৫ জুলাই আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই গোপনে গা ঢাকা দেয় বাদল সরকার তার স্ত্রী অরিন রহমান। এ বিষয়ে মনোহরদী থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।