প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৪:৩২ পিএম (ভিজিটর : ১৬৮)
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুক্তিযোদ্ধা সরকারী কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ জাবেদ আলীর দ্রুত পদত্যাগের দাবীতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন করছেন।
রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের সামনে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।
লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজে প্রভাষক কৃষ্ণ মোহন বনিকের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন প্রভাষক রাজীব কুমার আচার্য ও অফিস সহায়ক তাফাজ্জুল হক প্রমূখ।
লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক কৃষ্ণ মোহন বনিক বলেন, লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজে (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর নানা অনিয়ম,দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার,অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, শিক্ষক-কর্মচারীদের সাথে অশোভন আচারণের অভিযোগের তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রমানিত হওয়ার পরও অধ্যাবধি কোন প্রকারের ব্যবস্থা গ্রহণ না করায় দিন দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের অত্যাচার দূর্নীতি এবং শিক্ষক কর্মচারীদের নানাভাবে হয়রানির মাত্রা বেড়ে যাওয়ার কারণে জাবেদ আলী বিভিন্ন সময়ে চাকুরীচ্যুত করার হুমকির অদ্ভুত পরিস্থিতিতে আমরা তার পদত্যাগের দাবীতে কর্মবিরতি পালন করছি এবং যতদিন পর্যন্ত জাবেদ আলী পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন।