প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৬:৩৮ পিএম আপডেট: ১৬.০৮.২০২৪ ৬:৫৬ পিএম (ভিজিটর : ৪৭২)
‘মা’! আজ সোমবার, ৫ আগস্ট ২০২৪। তুমি সারা বিশ্বের সেরা ‘মা’, আমার অহংকার। আমার হৃদয়ের ভরপুর ভালোবাসা নিও। ‘মা’ আজকের দিনটি সোমবার। ভালো দিন। আমি যুদ্ধে আছি ‘মা’। এই যুদ্ধ ‘চব্বিশ’এর। আবু সাঈদসহ আমার প্রায়াত সকল সহযোদ্ধাদের মতো আমিও শহীদ হতে প্রস্তুত এই যুদ্ধে। যদি শহীদ হয়ে যাই, তুমি প্লিজ ধৈর্য ধারণ করবে ‘মা’। এই ‘যুদ্ধ’ বৈষম্যের বিরুদ্ধে, এই যুদ্ধ শোষণের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে। কোনো ভয় কিংবা চিন্তা করবে না ‘মা’ শহীদ হলে তো দেখা হবে জান্নাতের বরান্দায়। আর বেঁচে থাকলে ‘গাজী’ হয়ে ফিরবো ‘মা’। আমরা আবার হাতে হাত ধরে মা-মেয়ে ঘুরে বেড়াব একটি বৈষম্যহীন স্বাধীন দেশে, বিজয়ের বেশে, নতুন বাংলাদেশে! ‘মা’ তোমায় অনেক বেশি মিস করবো, জান্নাতে থেকেও..., ইতি তোমার প্রমিনা সুলতানা।
লেখক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যোদ্ধা,
এম.এ.পি.ডব্লিউ, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।