ই-পেপার বাংলা কনভার্টার  বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
ই-পেপার  বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা      ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেশি জরুরি : সালেহউদ্দিন আহমেদ      হঠাৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত গ্রাম-শহর      উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২       চীন বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতা জোরদার করবে: পরিবেশ উপদেষ্টা      




হবিগঞ্জ জেলার মৃতের খসড়া তালিকা প্রকাশ
হবিগঞ্জ জেলা সংবাদদাতাঃ
Published : Wednesday, 14 August, 2024 at 4:52 PM
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট কর্মসূচিতে হবিগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় শহীদদের তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) আইন সহায়তা সেল সদস্য, বাংলাদেশ লিগ্যাল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার মৃত্যুর তালিকা প্রণয়নকারী সাইফুর রাব্বি স্বাক্ষরিত একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়। যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হবে বলে জানা গেছে।  

প্রতিবেদনটি ঘেটে দেখা যায়, হবিগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫ জন।  এর মধ্যে সাধারণ শিক্ষার্থী ৩ জন, পুলিশ ১ জন, সাংবাদিক ১ জন, অন্যান্য পেশাজীবি ১০ জন। 

উপজেলা ভিত্তিক ক্রমে দেখা যায়,  বানিয়াচং উপজেলা শুধুমাত্র ১ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।  সদর উপজেলায় ২ জন, লাখাই ২ জন, মাধবপুর ১ জন। মোট ১৫ জন। 

তবে এই তালিকা চূড়ান্ত করার পূর্বে, তালিকার বাইরেও মৃত্যুর সংখ্যা থাকলে তদন্ত কমিটির নিকট বা প্রতিবেদন প্রণয়নকারীর নিকট পাঠাতে বলা হয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে,  সাইফুর রাব্বি বলেন কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেকের নির্দেশে হবিগঞ্জ জেলার মৃত্যুর তালিকার একটি প্রতিবেদন করা হয়েছে।  তবে সম্পূর্ণ চূড়ান্ত করতে আরও কিছুদিন সময় লাগবে। এই তালিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। তালিকার কাজ আমরা আন্দোলনের প্রথম থেকেই শুরু করেছিলাম। যেহেতু বিষয়টি একটি তদন্তের বিষয় সেহেতু চূড়ান্ত করতে আরও সময় লাগবে। 

এ বিষয়ে জানতে চাইলে,  হবিগঞ্জ জেলার অন্যতম সমন্বয়কারী তুষার পাঠান বলেন আমাদের যে সকল ভাই শহীদ হয়েছেন আমরা চাই তাদেরকে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সহযোগিতা করবেন। তাই আমরা দায়িত্ব নিয়ে কাজটি করতে চেষ্টা করেছি। আমিও ব্যক্তিগতভাবে পাশে দাড়ানোর চেষ্টা করছি। আশা করছি সাইফুর রাব্বি ভাইয়ের মাধ্যমে তালিকাটি কেন্দ্র নজর দিবেন। 

এ বিষয়ে জানতে চাইলে,  হবিগঞ্জ জেলার অন্যতম সমন্বয়ক মাহদী হাসান বলেন, যারা শহীদ হয়েছেন তারা আমাদের ভাই। একটি বিপ্লব অনেক কষ্টে অর্জিত হয়েছে।  যারা মারা গিয়েছেন তাদের পরিবার যেন সহযোগিতা পান। এটাই আমার দাবি। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে জানতে চাইলে সাইফুর রাব্বি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক কোন কমিটির কথা বলা হয়নি। শুরু থেকেই যার যার অবস্থান থেকে কাজ করতেই নির্দেশনা দেওয়া হয়েছে।  এ জন্য আমরা আমাদের অবস্থান থেকে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে কথা বলেই কাজ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একক ব্যক্তি বা সুনির্দিষ্ট দলীয় কোন বিষয় নয়। এটি সাধারণ ছাত্র জনতার প্লাটফর্ম।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]