Published : Tuesday, 13 August, 2024 at 3:20 PM, Update: 13.08.2024 6:35:22 PM
ফেনীতে ছাত্র-জনতার ও রাজনীতিবিদদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে মহিপাল ট্রাফিক পুলিশ বক্সে প্রবেশ করলো পুলিশ। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে তারা কাজে ফিরেছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অবস্থিত ট্রাফিক বক্সের সামনে ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুলিশ ফাঁড়ির সামনে এসে জড়ো হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বক্সের ইনচার্জ এ এস এম শওকত হোসেনের নেতৃত্বে ১০-১৫ জনের ট্রাফিক পুলিশ সদস্য দল প্রবেশ করে। এ সময় ফাঁড়ির গেইটে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানায়।
এ সময় ফেনী জেলা জামায়াতের আমির এ কে এম শামসুদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, শহর আমির মোহাম্মদ ইলিয়াস, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, শহর শিবিরের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক জেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ স্বপন সহ দলীয় নেতাকর্মী, শিক্ষার্থীদের উপস্থিতিতে ট্রাফিক পুলিশ কাজে যোগদান করেন।
এদিকে পাশ্ববর্তী ছিদ্দিক মেমোরিয়াল আর্দশ একাডেমির শতাধিক ছাত্র-ছাত্রী পুলিশ বক্স ও আশপাশে পরিস্কার-পরিছন্নতার কাজ করে।
ফুলেল শুভেচ্ছা জবাবে মহিপাল ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ এ এস এম শওকত হোসেন বলেন, পুলিশের কিছু বিপথগামী সদস্যের কারণে আজকে আমরা এ ধরনের চরম একটা বিপর্যয়ের মুখে পড়েছি। ভবিষ্যতে আমরা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবো। সুন্দর একটি বাংলাদেশ গড়তে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনে সরকার পতনের পর ফেনীর তিনটি থানা ও মহিপাল ট্রাফিক পুলিশ বক্স হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়।