মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাধারন ছাত্র-ছাত্রীদের সড়ক পরিস্কার কর্মসূচি ও বাজার তদারুকি কর্মসূচি পালিত হয়েছে।
জানাযায়, উপজেলার বালিগাঁও ইউনিয়ন সাধারন ছাত্র সমাজ এর উদ্দ্যোগে শনিবার সকাল ১০ টায় বালিগাঁও বাজার প্রধাণ সড়ক পরিস্কার ও বাজার তদারুকি কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে নেতৃত্বদেন বালিগাঁও এলাকার কলেজ পড়ুয়া ছাত্র মোঃ ফাহিম শেখ। এসময় সড়ক পরিস্কার ও বাজার তদারুকি চলাকালে সাধারন ছাত্র সমাজের মাঝে হালকা খাদ্য ও পানি বিতরণ করেন যুব সমাজের পক্ষ থেকে মুন্না শেখ, আসলাম শেখ, এসময় উপস্থিত ছিলেন বালিগাঁও রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা দীপ্ত দাশগুপ্ত।
এছাড়াও মেরাজ সরদার, মাহিম, জীবন, প্রান্ত, অনিক, সিয়াম, নিরয়, বাবু, মেহেদি, জিয়ান, সজিব, ফরিদ, আরাফাত,রিয়াদুল, তাজ্জিল, আব্দুল্লাহ, মুরাদ, জিসান, আবিদ,(মেয়ে) সেফা, লামিয়া, মারিয়া, মিম, সামিয়া, সুমাইয়া, সাইমা, সরনা, বৃষ্টি, সুইটি আক্তার সহ আরো অনেকে সড়ক পরিস্কার এবং বাজার তদারুকি কাজে নিয়োজিত রয়েছেন।
এছাড়াও লৌহজং উপজেলার ইউনূস খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর ছাত্র-ছাত্রীরাও এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বলে জানাযায়।