দোহারে নিখোঁজের পর মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৩:৩৯ পিএম (ভিজিটর : ১১০)
ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয় দিদার (০৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী। নিখোঁজের একদিন পর শনিবার (১০ আগস্ট) তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
দিদার গাংপাড় এলাকার কবির হোসেনের ছেলে। সে জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদরাসার ২য় শ্রেণির শিক্ষার্থী।
পারিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে বাড়ির পাশে একটি খালে গোসলে যায় দিদার। সেখানে একটি ব্রিজ থেকে লাফিয়ে পানিতে পড়লে সাথে সাথেই পানিতে তলিয়ে যায় দিদার। স্থানীয়রা সারাদিন চেষ্টা করেও তার সন্ধান পাননি। পরদিন শনিবার সকালে জয়পাড়া দেবীনগর এলাকায় খালের পাড়ে দিদারের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। দিদারের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলায়। বিকেলে তার নিজ জেলায় মরদেহ নিয়ে যাওয়া হবে বলে জানায় দিদারের পরিবারের সদস্যরা।