ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২৩ মার্চ ২০২৫ ৯ চৈত্র ১৪৩১
ই-পেপার রবিবার ● ২৩ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




রামগতিতে বিকল্প সড়কে ভারি যান চলাচল বন্ধ
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৩:১৩ পিএম  (ভিজিটর : ১৯২)
অতিরিক্ত যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ন হয়ে ওঠায় লক্ষ্মীপুরের রামগতিতে একটি গ্রামীন সড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। 

শনিবার (১০ আগস্ট) দুপুর ২টায় উপজেলার নুরিয়া হাজীর হাট টু ভাই ভাই তেহমুনি সড়কে এমন ঘটনা ঘটেছে। 

জানা যায়, আলেকজান্ডার-সোনাপুর সড়কের নবিয়ল মোড়ের সেতু ধসে পড়ে সড়কটিতে সব ধরনের যানবাহন ও মানুষ চলাচল বন্ধ থাকায় বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে নুরিয়া হাজীর হাট-ভাই ভাই তেহমুনি সড়ক। ৩ কিলোমিটার সড়কটির তিনভাগের এক অংশ পিচ ঢালাই, একঅংশ কংক্রিট এবং একভাগ ভাংগাচোরা অবস্থায় আছে। গত সোমবার প্রধান সড়কের গুরুত্বপূর্ন সেতুটি ধসে পড়ায় বিকল্প এ সড়কটি ব্যবহার করা হচ্ছে। 

৭ ফুট প্রসস্থ হওয়ায় সড়কটিতে ছোটখাট যানবাহন সিএনজি, অটোরিকসা, পিকআপ ভ্যান ইত্যাদি যানবাহন চলাচল করতে পারে। ছোট দৈর্ঘ্যরে এ গ্রামীন সড়কটিতে তিনটি কালভার্ট রয়েছে যার একটি একেবারেই ঝুঁকিপূর্ন। কিন্তু ছোট যানবাহনের পাশাপাশি গতকাল থেকে এ সড়কে কাভার্ডভ্যান, ট্রাক, ট্রাক্টরট্রলি, বালিবোঝাই বলি ট্রাক চলাচল করছে। এর ফলে সড়কটির বেশ কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও বিপরীতমূখী যানচলাচলে নানানভাবে বেগ পেতে হচ্ছে।  

সড়কটির করুন অবস্থা ও এটি ভেংগে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠলে বিকল্প সড়কটি ব্যবহার করে যাতায়াত বন্ধ হয়ে যাবে। এর ফলে নতুন করে দুভোর্গে পড়তে হবে এ অঞ্চলের মানুষদের। তাই সড়কের দুপাশ মোহাম্মদীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা এবং ভাই ভাই তেহমুনি মাথা থেকে বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। এর ফলে যানবাহন মালিকদের সাথে কথা কাটাকাটিও হয়েছে ক্ষব্দ এলাকাবাসীর। এলাকার বাসিন্দা শামছল হক, যোবায়ের হাসান, শাহজানসহ বেশ কয়েকজন জানান, সড়কটির এক কিলোমিটার কার্পেটিং করা হয়েছে ছয় মাস আগে বাকি অংশে কাজ চলমান। এমতাবস্থায় ভারি যানবাহন চললে সড়কটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই বড় বড় গাড়ি চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে। 

উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান, প্রধান সড়কটি সেতু ধসে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এ সড়কটি ব্যবহার করা হচ্ছে। ভারি যানবাহন যেন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]