প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ২:৪৬ পিএম (ভিজিটর : ১২১)
টানা ৩৬ দিন ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশের ন্যায় নরসিংদীর শিবপুর উপজেলাবাসীর মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। স্বল্প পরিসরে হালকা এবং ভারী যানবাহন চলাচল করছে সড়কে। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার থেকে সেনা সদস্যদের সহযোগিতায় শিবপুর মডেল থানা পুলিশ দায়িত্ব পালন শুরু করেছেন।
শুক্রবার (৯ আগষ্ট) ছিল শিবপুর বাজারের হাটবার দিন। স্থানীয় বাসস্ট্যান্ড, কলেজ গেট এবং শিবপুর বাজারে শিক্ষার্থীরা বাজার মনিটরিং করেছেন। ফলে পণ্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে চলে আসে। এই ঘটনার পর থেকে ক্রেতারা অনেক খুশি। ক্রেতা মস্তফা জানান, ছাত্রদের এই ভূমিকায় আমরা অনেক খুশি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।
দীর্ঘ কয়েক বছর যাব শিবপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি হতো প্রতিদিন প্রায় লাখ টাকা। শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক পুলিশের কাজ শুরু করার পর থেকে এ চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এতে স্বস্তির নিশ্বাস ফেলছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় কতিপয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের দোকানপাট এবং বাড়ির ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সেদিন থেকে অনেক নেতাকর্মী আত্মগোপন করে রয়েছেন।