ই-পেপার বাংলা কনভার্টার  বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
ই-পেপার  বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা      ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেশি জরুরি : সালেহউদ্দিন আহমেদ      হঠাৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত গ্রাম-শহর      উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২       চীন বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতা জোরদার করবে: পরিবেশ উপদেষ্টা      




অন্তর্বর্তী সরকার ড. ইউনূসকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ও ইইউ
অনলাইন ডেস্ক
Published : Friday, 9 August, 2024 at 1:58 PM
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছে দেশটি। খবর এএফপির।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ড. ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাই। আমরা অন্তর্বর্তী সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। কারণ, এই সরকার বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

মুখপাত্র মিলার বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত সর্বোচ্চ পদস্থ মার্কিন কূটনীতিক হেলেন লাফেভ শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন।’

শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের পর স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েকদিন পর ড. ইউনূস শপথ নিলেন। ১৫ বছর ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকটাই সহযোগিতামূলক সম্পর্ক ছিল, তবে গণতন্ত্রের প্রশ্নে তার কার্যক্রমে মার্কিন প্রশাসনের সমালোচনায় উভয় দেশের সম্পর্কে উত্তেজনাও বৃদ্ধি পেয়েছিল।

অপরদিকে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন।

বোরেল বলেন, ইইউ নতুন প্রশাসনের সঙ্গে জড়িত থাকতে এবং সংকট থেকে এই উত্তরণকে সমর্থন করতে উন্মুখ। সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধায় পরিচালিত একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার অংশ হতে মুখিয়ে আছে ইইউ।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]