চট্টগ্রামের আনোয়ারায় জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় হিন্দু সম্পাদয়ের নেতৃবৃন্দের সাথে ও মন্দিরে মন্দিরে গিয়ে খোঁজখবর নিচ্ছেন ।
নেতৃবৃন্দ জানান, আমাদের উপজেলায় অনেক হিন্দু ধর্মের মানুষ রয়েছেন। যারা আমাদের ভাই ও দেশের নাগরিক। তাদের ওপর হামলা বা আক্রমণ কোনোভাবেই আমরা বরদাস্ত করবো না। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব তাদের পাহারা দেওয়া।
এদিকে শেখ হাসিনার পদত্যাগ উপলক্ষে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এছাড়া বৈষম্যবিধোরী ছাত্র আন্দোলনের সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করে সড়কে যানজট নিরসনের কাজ ও বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করতেছেন।
ছাত্ররা জানান, কেন্দ্রীয়ভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করে যাবেন।