সরকারের পদত্যাগের দাবিতে ডাকা একদফার আন্দোলন ঘিরে ঢাকার নিম্ন আদালতে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দ্বিতীয় ধাপের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বিভিন্ন থানা থেকে আসা আসামিদের রিমান্ড ও জামিন শুনানির কার্যক্রম অনুষ্ঠিত হয়নি।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিএমএম আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীরা হাজতখানার সামনে থাকা পুলিশের একটি প্রিজনভ্যান ও পুলিশের আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেছনের গেটের নিচতলার সিড়ির রেলিং ভাঙচুর করেন। এরপর থেকে আদালত প্রাঙ্গনে থমথমে অবস্থা বিরাজ করছে।
আদালত সূত্রে জানা যায়, আদালতে হামলার ঘটনার পর দ্বিতীয় ধাপের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রথম ধাপের বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। ফলে থানা থেকে যাদের গ্রেফতার করে আনা হয় তাদের কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড ও জামিন শুনানি পরে অনুষ্ঠিত হবে। এছাড়া যারা জামিন চাইবেন তাদের ব্যাপারেও পরে শুনানি অনুষ্ঠিত হবে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিএমএম আদালতের ফটকের সামনে শতাধিক আন্দোলনকারী বিক্ষোভ করছিল। একপর্যায়ে আন্দোলনকারীরা সিএমএম আদালত চত্বরে প্রবেশ করে ভাঙচুর চালানো শুরু করেন। পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও লাঠিচার্জ করে। পরে তারা বের হয়ে চলে যান।
কোতয়ালী থানার এসআই পার্থ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা সিএমএম আদালত চত্বরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এসময় একটি প্রিজনভ্যান, কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করে।পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।