ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেভের মধ্য দিয়ে ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মস‚চি চলছে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সাথে সরকার দলীয় নেতা-কর্মীদের সংর্ঘষ হয়। এতে ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকিরসহ উভয় পক্ষের কমপক্ষে ২২ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে অনেক ঝালকাটি সদর হাসপাতালে ভর্তি হয়েছে যাদের নাম হলেন, রাসেল সিকদার (৩০), মো.সাইমুন (১৬), নয়ন (৪৫), তপন দাস (৩৮ ), আলভী (৩০), আরিফ (২৪ ), প্রসেনজিৎ (১৭ ), মো. সাগর (২৮), আবু সালে (৩২), মো. শুভ (২৪ ) ।
শহরের কামারপট্টি, ফয়ারসার্ভিস মোড় এলাকায় রবিবার বেলা সারে ১১ টায় এঘটনা ঘটে। এর আগে সকাল ১০ টায় শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে অবস্থান করে। এর পরে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করে। এসময় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শ্লোগান দিতে দেখা য়ায়। শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণের সময় সরকার দলীয় সমর্থকদের সাথে তাদের দাওয়া পাল্টা দাওয়া শুরু হয় । এসময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেস্টা করে। বর্তমানে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মিছিল থেকে এক দফার দাবির সমর্থনে শ্লোগান দেয়া হয়।
এদিকে সকাল থেকেই এই কর্মসুচিকে কেন্দ্র করে শহরে পুলিশ সতর্ক অবস্থানে ছিলো। মিছিলে দুই শিশু সন্তান নিয়ে অংশ নিয়ে ছাত্রদের সাথে সংহতি জানান ঢাকায় কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত কামাল হোসেন সবুজের স্ত্রী সাদিয়া বেগম। এদিকে কাঠালিয়ায় বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি চলাকালে বাসস্টান্ডে শিক্ষার্থী ও আওয়ামীলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এ সময় একটি বিআরটিসি বাসসহ বেশ কয়েকটি গাড়ী ও মোটরসাইকেলে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কাঠালিয়া উপজেলা বাসস্টান্ডে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিলে উপজেলা পরিষদ চত্বর থেকে আওয়ামীলীগ ও ছাত্রলীগ একটি মিছিল নিয়ে সেখানে উপস্থিত হলে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়। এসময় দুর্বৃত্তরা একটি বিআরটিসি বাসসহ বেশ কয়েকটি গাড়ী ও মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মুহিতুল ইসলাম বলেন,‘ এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোন গ্রেফতার নেই।