সেতু ভবনে হামলার মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলের জামিন মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শনিবার একই মামলায় ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচিত ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এদিন ছয়দিনের রিমান্ড শেষে তাদের আদালতে উপস্থিত করা হয়। এদিকে এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে নাশকতার বিভিন্ন মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীরসহ আরও তিন বিএনপি নেতাকে।
সেতু ভবনে হামলা: আরিফের জামিন, মাহতাব কারাগারে, রিমান্ডে ফরহাদ :
সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৩ আগস্ট) আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শান্ত ইসলাম মল্লিক। এদিন ছয়দিনের রিমান্ড শেষে তাকে আদালতে উপস্থিত করে পুলিশ।
এদিকে ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকেও এদিন অভিন্ন মামলায় ছয়দিনের রিমান্ড শেষে একই আদালতে উপস্থিত করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এর আগে ২৯ জুলাই তাদের দু'জনকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এদিকে সেতু ভবনে হামলার এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আসামি ফরহাদ হালিমকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। অপরদিকে আসামি পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে৷ উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিটিভি ভবনে হামলার মামলায় কারাগারে এ্যানি:
কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ টেলিভিশন ভবনে নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- গোলাম দস্তগীর প্রিন্স ও এ বি এম খালিদ হাসান।
শনিবার (৩ আগস্ট) সাত দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৭ জুলাই তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৫ জুলাই বিকেলে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড থেকে এ্যানিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মেট্রোরেলে হামলায় জাহাঙ্গীরসহ দুইজন কারাগারে:
কোটা আন্দোলনে রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফকে দুইদফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ।
গত ৩০ জুলাই মেট্রোরেলে ভাংচুর মামলায় তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত। এর আগে ২৫ জুলাই উত্তরা পূর্ব থানার এক নাশকতার মামলায় এ দুইজন পাঁচদিনের রিমান্ড ভোগ করেন।