ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




লাখাইয়ে ব্রিজের সংযোগ সড়ক না থাকায় জন ভোগান্তি চরমে
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১১:৫১ এএম  (ভিজিটর : ১৬১)
লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামে দাশ পাড়ায় দুইটি ব্রিজ এর সংযোগ সড়ক না থাকায় দাশ পাড়ার ৩ সহস্রাধিক নারী, পুরুষ ও ছাত্র ছাত্রী চড়ম ভোগান্তির স্বীকার। সরেজমিনে গিয়ে দেখা গেছে পূর্ব বুল্লা গ্রামের দাশ পাড়ায় ১শ মিটার দূরত্বের ব্যবধানে দুইটি ব্রিজের সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকো দিয়ে লোকজন পারাপার হতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা যায়  বুল্লা বাজারে আসার  জন্য পূর্ব বুল্লা গ্রামের জনসাধারণ এর ঔ রাস্তার সংযোগ না থাকায় বিকল্প রাস্তায় চলাচল করতে হচ্ছে। এ বিষয়ে  পূর্ব বুল্লা গ্রামের দাশ পাড়া ও ঘোস পাড়া  মহল্লার নারী পুরুষদের সাথে আলাপ কালে তারা এ প্রতিনিধি কে জানান, আমরা দলমত নির্বিশেষে আমাদের গ্রামের আমাদেরই স্বজাতি এডভোকেট খোকন চন্দ্র গোপ কে ভোট দিয়ে পাশ করাইছি আড়াই বছর হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত আমাদের চেয়ারম্যান আমাদের এই দূর্ভোগ লাঘব করতে পারে নাই। সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন বেনু চেয়ারম্যান থাকা অবস্থায় এই ব্রিজ দুইটা কইরা দিছিল ঠিকই কিন্তু সংযোগ সড়ক করে দেয় নাই। এই সংযোগ সড়ক কবে যে হবে উপরওয়ালাই জানে। এ ব্যপারে দাশ পাড়ার লোকজন এর দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দুঃখ কষ্ট দূর করে দেয়ার জন্য জোর দাবী জানান। এ বিষয়ে বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ এর সাথে যোগাযোগ করে দাশ পাড়ার ব্রিজ দুইটির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন বেনু চেয়ারম্যান থাকা কালীন সময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর কর্তৃক এই ব্রিজ দুইটি করা হয়েছিল ঠিকই কিন্তু সংযোগ সড়ক করা হয়নি। তবে আমি চেষ্টা করে দেখব দাশ পাড়ার লোকজন এর দুঃখ কষ্ট দূর করার।  





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]