ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




বন্ধ উজানের পানি নামার রাস্তা, আমন চাষে অনিশ্চয়তা
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৭:১৪ পিএম  (ভিজিটর : ২১১)
জুড়ীতে উজানের পানি নিচে নেমে যাওয়ার রাস্তা বন্ধ থাকায় প্রায় ৫০ একর জমিতে আমন চাষ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। 

সরেজমিনে উপজেলার জায়ফর নগর গ্রামে গিয়ে দেখা যায়,গ্রামের ভেতর প্রায় ৫০-৫৫ একর জায়গায় স্খানীয় চাষীগন আমন চাষ করেন।অনেকে এসব জমির পাড়ে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করেন।গ্রামের মধ্য দিয়ে তেতুরতল থেকে শাহখাকী ইদগাহের রোডে একটি ছোট নালা রয়েছে। সেই নালায় ছোট একটি কালভার্ট ছিল। সম্প্রতি স্থানীয় ফটিক মিয়া কালভার্টের পানি যাওয়ার রাস্তায় মাটি ফেলে ভরাট করে দোকান ঘর তৈরী করেছেন।এতে উপরের অংশের পানি নিচে নেমে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আজমল আলী কাজল, আবুল হোসেন লিটন জানান, দীর্ঘদিন থেকে এসব জমিতে বোরো,আমন চাষ হয়ে আসছে। তেঁতুরতল -শাহখাকী রাস্তায় মধ্য খানের কালভার্টের মূখ ভরাট করে অস্থায়ী ঘর নির্মাণ করার কারনে এসব পানি নিচে যাচ্ছে না। কৃষকগণ বারবার বাধাঁ দেওয়ার পর ও ফটিক মিয়া  কর্নপাত করেন নি।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার সরেজমিনে পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে ঘর ভেঙ্গে  পানি যাওয়ার রাস্তা পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন। 

অভিযুক্ত ফটিক মিয়া বলেন,কালভার্টের নিচের অংশে  পাইপ দিয়ে পানি যাওয়ার পথ ছিল।রেলের লোকজনের কথামত আমার দোকান সরাতে গিয়ে কালভার্টের উপর ঘর বানাতে হয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার বলেন,এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ইউএনও স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন।সরেজমিনে গিয়ে ঐ ব্যক্তিকে পানির প্রতিবন্ধকতা দূর করার জন্য রেলের জায়গার উপর নির্মিত ঘর উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছি।অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]