লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৩:২৪ পিএম (ভিজিটর : ১৪৪)
মুন্সীগঞ্জের লৌহজংয়ের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন টোল প্লাজা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় লটকনবাহী পিকআপভ্যানের চালক পলাশ চন্দ্র দাস(২২) ও হেলপার জয় চন্দ্র দাস (১৯)নামের দুই ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান গেলো রাত সারে ৩ টার দিকে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় ঘটে এ দূর্ঘটনা।নিহত পলাশ চন্দ্র দাস নরসিংদী জেলার শিবপুর উপজেলার শরীফপুর গ্রামের সাগর চন্দ্র দাসের পুত্র।অপর নিহত জয় একই এলাকার স্বাধীন চন্দ্র দাসের পুত্র।
তিনি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত যান সনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।