গাজীপুরের কাপাসিয়ায় মুজিবুর রহমান নামে এক ব্যক্তির হোটেল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শুকনো খাবারের ১৪ বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (২৯ জুলাই) রাতে কাপাসিয়া বাজারের হোটেল নূর জাহানে অভিযান পরিচালনা করে এসব ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। সত্যতা স্বীকার করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া।
কাপাসিয়া থানা সূত্রে জানা গেছে, আটক মুজিবুর রহমান কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারভিনের স্বামী এবং হোটেল নূর জাহানের মালিক। রোববার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে আসহায় গরিব ৫শ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চাল বিতরণ করা হয়। ওই ত্রাণ সামগ্রীর মধ্যে ১৪ বস্তা ত্রাণ মাহফুজা পারভিন বিতরণ না করে তার স্বামীর হোটেল নূর জাহানে মজুত করেছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে রোববার রাতে কাপাসিয়া উপজেলা প্রশাসন কাপাসিয়া বাজার হোটেল নূর জাহানে অভিযান পরিচালনা করে ১৪ বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার ও মাহফুজা পারভিনের স্বামী মুজিবুর রহমানকে আটক করেছে। উল্লেখ্য, মাহফুজা পারভিন সংরক্ষিত সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির চাচাতো বোন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রতিবদেককে জানান, রোববার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে আসহায় গরিব ৫শ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চাল বিতরণ করা হয়।আজ সকালে মোবাইল ফোনে কাপাসিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে কালীগঞ্জের ত্রাণ সামগ্রী উদ্ধারের বিষয়টি জানতে পারি। জেলার উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনা সত্যতা স্বীকার করে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: লুৎফর রহমান জানান, বিভিন্ন মাধ্যমের সংবাদের ভিত্তিতে সরকারি ত্রানের চালের বস্তাগুলো মজিবুর রহমানের হোটেল থেকে উদ্ধার করি। পরে জানতে পারি মজিবুর রহমানের স্ত্রী মাহফুজা পারভীন কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি গতকাল কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে আসহায় গরিব ৫শ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫ শত বস্তা চাল বিতরন করেন।
ওই বিতরণের ১৪বস্তা চাল গতকাল রাতে তিনি তার স্বামীর মুজিবুর রহমানের হোটেলে নিয়ে আসলে সেখান থেকে চালের বস্তাগুলো উদ্ধার করি ও মজিবুরকে আটক করি।আজ সকালে মেহের আফর চুমকি ও কালীগঞ্জের ইউ এন ও ইমাম রাজী টুলু সাহেব আমাকে জানান চাউলের বস্তাগুলো গতকাল কালীগঞ্জে বিতরন করা হয়েছিল সেখান থেকে ১৪ বস্তা চাল বিতরনের জন্য শাহানাজ পারভীন বিতরণের জন্য কালীগঞ্জ উপজেলা থেকে কাপাসিয়াতে তার স্বামীর হোটেল নূর জাহানে নিয়ে এসেছিলেন। তারপর মেহের আফরোজ চুমকি, কাপাসিয়ার সাংসদ সিমিন হোসেন রিমি ও কালীগঞ্জের ইউ এন ও এ বিষয়ে ডি সি স্যারের সাথে কথা বললে উদ্ধারকৃত ত্রাণ সামগ্রী কাপাসিয়া উপজেলার ১৪টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করে তালিকা জমা দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে মুজিবুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।