Published : Saturday, 6 July, 2024 at 9:35 PM, Update: 06.07.2024 9:38:41 PM
সাভারের থানা রোডস্থ মামুন কমিউনিটি সেন্টারে সাভার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অনুদান,সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন,পৃথিবীর কোন দেশে ছাত্র-ছাত্রীদের ওই দেশের সরকার প্রধান নতুন বই দেয়না। একমাত্র বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। এটি অত্যন্ত সাহসী পদক্ষেপ।
শনিবার (০৬ জুলাই) সকালে সাভার উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুদান, ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের বৃত্তি প্রাপ্ত ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির অনুদান প্রদান, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, সাভার পৌর মেয়র আলহাজ্জ আব্দুল গণি, ঢাকা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি হাজী মোঃ আব্দুল ওয়াহাব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাদের সিদ্দিকী, নিউ হোপ স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আইয়ুব আলী মেমোরিয়াল একাডেমির আলেক মোহাম্মদ নান্নু, মোহাম্মদ আলী মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক আরিফ হোসেন সহ অন্যান্য শিক্ষক সদস্যবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।