দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ আন্দোলন করেছে শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) দুপুর ৩'টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ আন্দোলন করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল করার দাবি নিয়ে একত্রিত হয়েছি। আমাদের চার দফা দাবি রয়েছে। প্রথম দাবি হলো ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে, দ্বিতীয় দাবি কমিশন গঠন করে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাতিল করতে হবে, তৃতীয় দাবি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না ও কোটার শূন্য আসনে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং আমাদের শেষ দাবি হলো দুর্নীতি মুক্ত, নিরপেক্ষ, মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন হাবিপ্রবি'র সাধারণ শিক্ষার্থীরা।