প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৪:২২ পিএম (ভিজিটর : ২৮৬)
রংপুরের মিঠাপুকুর উপজেলার বিখ্যাত নারী মহীয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস ‘সুলতানার স্বপ্ন’ বইটি মঙ্গলীয়ার রাজধানী উলাবাটোরে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। উপন্যাসটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় এ উপলক্ষে শনিবার (৬ জুলাই) মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির চেয়ারম্যান রাশেদ মাহবুব রব্বান জুয়েল।
এদিন বেগম রোকেয়া সাখাওয়াতের ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর এমপি।
আমন্ত্রিত অতিথিবৃন্দরা বৃক্ষরোপণ শেষে আলোচনা সভায় বলেন, সুলতানা’স ড্রিম (৮ মে) ইউনেস্কো আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দেয়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তিপ্রত্যাশী উপন্যাস ‘সুলতানা’স ড্রিম’। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের পর সুলতানা'স ড্রীম বাংলাদেশের ২য় অন্তর্ভূক্তী।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রাস্টি আসাদুজ্জামান নূর এমপি, মিঠাপুকুর -৫ আসনের সংসদ সদস্য মো: জাকির হোসেন সরকার,জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, ইউনোস্কো ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার নূরে জান্নাত প্রমা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি চেয়ারম্যান মফিদুল হক প্রমূখ। এছাড়াও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।