রাউজানে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ২:৪২ পিএম (ভিজিটর : ২১৪)
চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে ফারহানা ইয়াছমিন ইমু নামে ৯ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১-জুন) সকল ১১টার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান জয়নগর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ ফারুক মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের বিলে সকাল ১০টার দিকে খেলা করছিল সে। পরে কোন একসময় পুকুরে পা দৌত করতে গেলে পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয় এক গৃহবধু পুকুরে তার স্যান্ডেল ভাসতে দেখে বাসায় এসে খবর দিলে মো.শামশুল আলম নামে এক প্রতিবেশী খুঁজতে বের হন। এক পর্যায়ে পুকুরে খুঁজতে শুরু করলে সেখানে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন।