ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৫ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




আমি আমার স্ত্রীকে হত্যা করে এসেছি আমার বিচার করুন!
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৩:২১ পিএম  (ভিজিটর : ৩৪১)
পারিবারিক কলহের জের ধরে ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে থানায় হাজির হয়েছে ঘাতক স্বামী। পুলিশ তাকে নিয়ে উদ্ধার করেছে স্ত্রীর মরদেহ।

আজ বুধবার (১২ জুন) সকালে সোনাগাজী পৌরসভা এলাকার চর গনেশ আলমগীর হুজুর বাড়ীতে স্ত্রী সিনথিয়া ইসলাম খুশবু (২৪) কে হত্যা করে ঘরের বাহির  থেকে  দরজা বন্ধ করে কাউকে কিছু না জানিয়ে থানায় আসেন ঘাতক স্বামী আলী আক্কাস রনি (২৫)। স্থানীয়রা জানান দুজনে প্রেম করে বিয়ে করে সোনাগাজীতে অবস্থান করছিল।

পুলিশ জানায়, সকাল আনুমানিক সাড়ে ৭টা ২০ মিনিটে আক্কাস আলী রনিকে সোনাগাজী মডেল থানায় এসে ঘোরাঘুরি করতে দেখা যায়। দায়িত্বরত পুলিশ সদস্য কেন এসেছেন জিজ্ঞেস করলে জানান স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে এসেছেন। পরে আক্কাসের দেওয়া তথ্যে তাকে নিয়ে পুলিশের একটি টিম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের ভাড়া বাসায় গিয়ে সিনথিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তখন মরদেহ থানায় নিয়ে আসা হয়। আটক করা হয় আক্কাস আলীকে।

আক্কাস আলী রনি ও সিনথিয়া ইসলাম খুশবুর বাড়ী ভোলায়। তবে দুজনের পরিবার বসবাস করে ঢাকায়। পরিবারের অমতে তারা সাম্প্রতিক সময়ে বিয়ে করে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাস করছিলেন। পৌর শহরে ব্যবসা করতেন রনি।

সোনাগাজী মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক হারুন জানান, আমি ডিওটিরত অবস্থায় এক লোক এসে বলে আমি আমার স্ত্রীকে হত্যা করে এসেছি আমার বিচার করুন, পরে আমি ওসিকে ফোন করলে তিনি তাৎক্ষনিক এসে ওই লোকের সাথে কথা বলেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, ডিউটি অফিসারের ফোন পেয়ে দ্রুত বের হয়ে স্ত্রীকে হত্যা করে এসেছে বলে জানান এক লোক, আমি পুলিশ সুপারকে ফোনে খবর দিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে দেখি বদ্ধ রুমের ভিতর রক্তাক্ত অবস্থায় এক নারীর লাশ দেখতে পাই, পরে লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি নিজের স্বীকারোক্তি অনুযায়ী ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]