সিরাজগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, হেলপার নিহত
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ২:৫৭ পিএম (ভিজিটর : ৩৯১)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোজ্য তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকের হেলপার বাবু মুন্সি (২৮) নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে (১২ জুন) বুধবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ নামক স্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ।
নিহত ট্রাকের হেলপার বাবু মুন্সি নাটোর জেলা সদরের আব্দুস সালামের ছেলে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বলেন, সকালে ভোজ্য তেল বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দাবিরগঞ্জে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার বাবু মুন্সি নিহত হয়। তিনি আরও বলেন ট্রাক ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।