প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৬:০৮ পিএম (ভিজিটর : ৭৬১)
ফেনীতে জেএফএ অনুর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশীপের ফাইনাল খেলায় খাগড়াছড়ি জেলাকে ১-০ গোলে হারিয়ে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
এসময় বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফতাব উদ্দিন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মেজবাউল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি ফারুক হোসেন পিন্টু, কোচ দীপক চন্দ্র নাথ, ফেনী জেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে জেএফএ অ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশীপে ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ৪টি দল অংশগ্রহণ করে।