ভৈরবে কমলপুরে ফেসবুকে রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ পুলিশ সহ আহত হয়েছে ৬ জন। সংঘর্ষে ১০ টি দোকানপাট ভাংচুর করা হয়েছে খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ সময় পুলিশ কামাল মিয়া, নয়নসহ বেশ কয়েকজন কে গ্রেফতার করে।
স্থানীয়রা জানায়, সোমবার তারাবি নামাজের সময় কমলপুর মধ্য পাড়া এলাকার মানিক মিয়ার হার্ডওয়ারী দোকানের কর্মচারী আলাল মিয়ার পুত্র আজিবর মধ্যপাড়া এলাকার রউফ মিয়ার পুত্র ওমরের সাথে ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। পরে মানিক মিয়া ২ জনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে দেয়। এরই জের ধরে কিছুক্ষণ পরে ২ পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে র্যাব, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে । এ সময় ইট- পাটকেলের আঘাতে ভৈরব থানার এসআই মাহবুব উল্লাহ সরকার আহত হয়।
এ বিষযে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও ফাঁকা গুলি করা হয় । এ সময় এসআই মাহবুব উল্লাহ আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়েছে ।