ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ নভেম্বর ২০২৪ ১৮ কার্তিক ১৪৩১
ই-পেপার শনিবার ● ২ নভেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দম্পতিকে খুনের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১:৪৬ পিএম  (ভিজিটর : ১৭৩)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের পুরাতন বাজার এলাকার নজির মিয়া  ও তাঁর স্ত্রী ফরিদা খাতুনকে  হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ ঘটনায়  তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং  একজনকে দুইবছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী জনাকীর্ণ আদালতে উপরোক্ত রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মো. বজলুর রহমানের ছেলে মো. সাহাবুল হক ,  একই গ্রামের মো. পিন্টু রহমানের ছেলে মো. রাজিব হোসেন  ও  মো. মাসুদ আলীর ছেলে মো. বিদ্যুৎ আলী । 

মামলা বিবরণে জানা গেছে,  ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে এই জোড়া খুনের ঘটনা ঘটে।  নিহত দম্পতির একমাত্র সন্তান ডালিয়ারা পারভীন শিলা বাদী হয়ে পরদিন অজ্ঞাত পরিচসয় আসামীদের নামে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

আলমডাঙ্গা থানা পুলিশ চাঞ্চল্যকর এই মামলার তদন্তকালে তথ্যপ্রযু্ক্তির ব্যবহার করে ২৮ সেপ্টেম্বর চারজনকে গ্রেপ্তার করেন। তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হক ২০২৩ সালের ৩১ জানুয়ারি আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।  আদালত এই মামলার সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়  আসামীদের বিরুদ্ধে এ  দণ্ডাদেশ দেন।








সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]