তুমুল ঝড়ের তান্ডবে আসামের ব্রক্ষপুত্র নদীতে উল্টে গেল নৌকা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। মৃতদের মধ্যে ২ জন শিশু। আহত একাধিক।
সূত্রে প্রকাশ, রবিবার (৩১ মার্চ) রাতে আসামের দক্ষিণ শালমারার মানকাচর জেলায় এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ব্রক্ষপুত্রের কালি আলগা ঘাট থেকে নেপুর আলগা চরঞ্চলের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নৌকাতে ২০ জন যাত্রী ছিলেন। সেই সময় আচমকা তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নৌকাটি।
যাত্রীরাও নদীতে পড়ে যান। তড়িঘড়ি করে স্থানীয়রা, মৎস্যজীবীরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। নদীতে ডুবে মারা যান ৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে একই দিনে গভীর রাতে ঘরের উপর গাছ পড়ে ঘুমিয়ে থাকা মহিলার মৃত্যু ঘটল। ৪ মাসের শিশু সন্তানকে নিয়ে শুয়ে থাকা অবস্থায় ঘরের উপর ভেঙে পড়ে প্রকান্ড একটি গাছ। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। কোন মতে প্রাণ রক্ষা হয় শিশু সহ ঘরে থাকা অপর ৪ জনের। এই হৃদয় বিদারক ঘটনাটি সংগঠিত হয় আসামের কাছাড় জেলার ধলাইয়ে। মৃত মহিলার নাম সাকি বেগম লস্কর (৩০)।