প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৫:২০ পিএম (ভিজিটর : ৩৭৬)
কক্সবাজারের উখিয়ার মাটি বোঝাই ট্রাক চাপা দিয়ে বন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে ‘হত্যার’ প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবান বন বিভাগ। আজ সোমবার (১ এপ্রিল) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বান্দরবান বন বিভাগের আয়োজনে মানববন্ধনে সদর রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হওলাদার, সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়া (পাল্পউড), বালাঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান, খ্যায়াচলং রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী, টংকাবতী রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, সেকদু রেঞ্জ কর্মকর্তা আখতারুজ্জামানসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধবে বক্তারা বলেন, আমাদের লজিষ্ট্রিক সাপোর্ট না থাকায় বিভিন্ন সময় অভিযানে গিয়ে হামলার শিকার হই। আর কত হামলার শিকার হবো। বক্তারা আরো বলেন- বন কর্মকর্তা সজলকে পাহাড় খেকোরা ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।