উত্তরাখন্ডে খাদে বাস উল্টে ৩ জন নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) থেকে
প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৫:৪৫ পিএম (ভিজিটর : ১৪৯)
ভয়াবহ দুর্ঘটনা ভারতের উত্তরাখন্ডে। খাদে বাস উল্টে মৃত্যু ৩ জনের। আহত অন্তত ১১। এই দুর্ঘটনা ঘটেছে উত্তরাখন্ডের তেহরি জেলায়। জানা যায়, ওই বাসের গন্তব্য ছিল চাম্বা। রবিবার ( ৩১ মার্চ) সকালে যাত্রাপথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে। দুর্ঘটনার সময় গাড়িতে ১৪ জন যাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে প্রকাশ, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। তাঁদের নাম ধরমবীর অসওয়াল এবং ঋতিকা জগবীর সিং রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ১৪ জন যাত্রী ছিলেন।
আহত যাত্রীদের মধ্যে ১০ জনকে ঋষিকেশ এইমস এ নিয়ে যাওয়া হয়েছে।