ফ্রান্সের রাজধানী প্যারিসে ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্স এর আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা , শিশু কিশোরদের কুইজ পুরস্কার এবং ঈদ সেলামী প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ক্যাথসীমায় স্হানীয় একটি হল রুমে ইপিএস সভাপতি এলান খান চৌধুরীর সভাপতিত্বে ও জুয়েল ডি লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শাহিন আরমান চৌধুরী, বিসিএফ সভাপতি এমডি নুর,সলিডারিটি আজি ফ্রস এর চেয়ারম্যান এন কে নয়ন,
মনদিয়াল ট্রাভেলস এর ইব্রাহিম হাসান,সাংবাদিক অধ্যাপক অপু আলম, সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জি, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, সাংবাদিক সাবুল আহাম্মেদ, সাংবাদিক নজমুল কবির,সাংবাদিক আবুল কালাম মামুন, জেরেমি, জুয়াকিম, ক্রিস্টফ, জর্জ,শাহানুর ইসলাম,
আয়শা সুলতানা,শরিফুল ইসলাম সোহেল, প্রকৌশলী লিটন, শামিম আহাম্মেদ, শাজাহান আহাম্মেদ, রাকিবুল ইসলাম, প্রকৌশলী শরিফুল ইসলাম প্রমুখ।
বিগত এক বছরে ইপিএস কমিউনিটি সাথে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকার জন্য সোস্যাল মিডিয়ার জন্য আরিফ খান রানা রাজ, রিগ্রুপমো ফ্যামিলিয়ালের সহযোগিতার জন্য কাউসার আহাম্মেদ,সাংবাদিকতার জন্য চৌধুরী মারুফ মোহাম্মদ অমিত,শিক্ষকতার জন্য ফারজানা হোসেন এনি ও নিয়মিত সদস্য হিসাবে কাউসার আহম্মদ কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
শিশু কিশোরদের কবিতা আবৃত্তি,হামদ,নাত,পবিত্র কোরআন তেলোয়াতে অংশগ্রহণ করেন মোহাম্মদ নাফি,আয়াত,আরিসা,আদিফ আহসান,আদিয়ান আহাম্মেদ,ইলিয়া নাভা উল্লাহ,ফরহাদ আহাম্মেদ,ইশা খান চৌধুরী,শাস্মিন শরিফ,সেয়ান,শরিফ আল খাত্তাব,তাহারিম,সাবিকুন,আবাত আরন ও সকাল দাস।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস ও বাংলা সংস্কৃতি তুলে ধরতে ও শিশুদের নিয়ে এমন অনুষ্ঠান আয়োজন করায় ইপিএস কমিউনিটি ফ্রান্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি সুনাম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয় ।