ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




হাবিপ্রবিতে বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান
হাবিপ্রবি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৫:৪৭ পিএম  (ভিজিটর : ২৩৫)
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ৪১ ও ৪৩ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের সংবর্ধনা ও ক্যারিয়ার আলাপন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ মার্চ) বিকাল তিনটার সময় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠানটি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি   আইকিউএসসির পরিচালক অধ্যাপক ড.বিকাশ চন্দ্র সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. ইয়াছিন প্রধান।আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা সাজেদুর রহমান। 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মোঃ সেলিম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ৪১ ও ৪৩ তম বিসিএসে সুপারিশ প্রাপ্তরা,ক্যারিয়ার ক্লাবের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি দুইটি পর্বে হয়ে থাকে। প্রথম পর্বে পরিচয় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় পর্বে প্রশ্নোত্তর ও ক্যারিয়ার আলাপন অনুষ্ঠিত হয়। 

উক্ত সংবর্ধনা ও ক্যারিয়ার আলাপন অনুষ্ঠানে প্রায় অর্ধশত জন বিসিএসে সুপারিশপ্রাপ্তরা উপস্থিত ছিলেন ।আরো অনেকেই বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারেনি।উক্ত  সংবর্ধনা ও ক্যারিয়ার আলাপন অনুষ্ঠানে হাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় স্মৃতিচারণ করেন এবং কিভাবে স্বপ্নের বিসিএসে সফল হোন সে বিষয়ে কথা বলেন।নবীনদের উদ্দেশ্য তারা দেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা কিভাবে নবীনরা বিসিএসে উত্তীর্ণ হয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে পারেন এবং সেইসাথে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে পারেন সর্বত্র।

প্রধান অতিথি অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার তার বক্তব্যে বলেন,"আমাদেরকে পড়াশোনা করে জ্ঞান অর্জনের পাশাপাশি যোগ্যতা অর্জন করতে হবে।কারণ বর্তমান যুগে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণ এবং সমসাময়িক বিষয়ে জ্ঞান ব্যতিরেকে ভালো চাকুরি পাওয়া সম্ভব না,সম্ভব না ভালো কিছু করা।তাই আমাদের উচিত বেশি বেশি বই পড়া। কারণ বই পড়ার মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করি।আর একজন জ্ঞানী ব্যাক্তি যেকোনো ভালো কাজ করতে পারে।আর স্মার্ট দেশের স্মার্ট   নাগরিক হতে গেলে আমাদের ভালো কাজের সাথেই যুক্ত হতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।পরিশেষে তিনি আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন"। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড.ইয়াছিন প্রধান অভিনন্দন জানিয়ে  বলেন, "আজকে যারা উপস্থিত হয়েছেন তারা তাদের সর্বোচ্চ পরিশ্রম করেছিলেন এবং তার ফলাফলও তারা পেয়েছেন। এই সফলতা অর্জনের জন্য তাদেরকে বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। জীবনে চলার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসবে সেই প্রতিবন্ধকতা পাড়ি দেওয়াটাই আসল কাজ।সকলের উচিত পড়াশোনার পাশাপাশি চাকুরির প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের এগিয়ে রাখা।তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিন দিন আরো ভালো কিছু করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিবেন সর্বত্র"। 

ক্যারিয়ার ক্লাবের সভাপতি তানভীর আহম্মেদ বলেন, "আমরা সফল ব্যক্তিদের নিয়ে একটি সফল আয়োজন করতে পেরে গর্ববোধ করছি। হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব ক্যারিয়ার বিষয়ে সেমিনার করে থাকে।ক্যারিয়ার ক্লাব মনে করে ক্যারিয়ার বিষয়ক সেমিনার হাবিপ্রবি শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার সচেতনতা সৃষ্টি করে এবং এই ক্যারিয়ার সচেতেনতাই সকলকে সফলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। তিনি অতিথিবৃন্দ, বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।"





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]