প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৩ পিএম (ভিজিটর : ২৪৪)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদ অধিভুক্ত ‘ডি’ ইউনিটের ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল প্রায় ৭৭ শতাংশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়ে চার শিফটে বেলা ২টা ৫০মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোহাম্মদ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, রেজিস্ট্রার মো. আবু হাসান প্রমুখ।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুহু আলম বলেন, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মোট আসন সংখ্যা ১৫৫টি। আবেদন জমা পড়েছিল ৩০ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর। শতকরা উপস্থিতির হার ৭৭ শতাংশ। অনুপস্থিত ছিলেন প্রায় ২৩ শতাংশ।
প্রসঙ্গত, এ বছর জাবির পাঁচটি ইউনিটে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থী ১ লাখ ৯৭ হাজার ৩৫৯ জন। সে হিসেবে আসন প্রতি লড়ছে ১০৮ জন।