ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




চট্টগ্রামের ৭৪ নেত্রীর ভাগ্যপরীক্ষা আগামীকাল
চট্টগ্রাম ব্যুরো:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪১ এএম  (ভিজিটর : ৬৮০)
চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের টিকিটে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ৭৪ জন নারীনেত্রীর। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মনোনয়ন এবং সেই সৌভাগ্যবান কারা তা নিয়ে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সবমহলে আগ্রহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সংরক্ষিত আসনের সেই সৌভাগ্যবান সংসদ সদস্য কারা তা জানতে আজ বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

এসব মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বলে জানা গেছে। সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

 আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য চট্টগ্রাম থেকে ৭৪ জন মনোনয়ন নিয়েছেন। এদের মধ্যে একজন তৃতীয় লিঙ্গের নারীও রয়েছেন। চট্টগ্রামে আগে ২ জন নারী সংসদ সদস্য থাকলেও এবার ১ জন বেড়ে ৩ জন হতে পারে এমন আভাস রয়েছে রাজনৈতিক মহলে। এই ৭৪ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে এখন চলছে আওয়ামী লীগের নীতিনির্ধারক মন্ত্রী- নেতাদের কাছে ধরনাপর্ব। 

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে পর পর দুবার নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছিলেন ওয়াশিকা আয়েশা খান। তিনি প্রয়াত বর্ষীয়ান নেতা আতাউর রহমান খান কায়সারের মেয়ে। তিনি জ্বালানী মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। এবারও তিনি প্রার্থী। অপরজন খাদিজাতুল আনোয়ার সনি। তবে সনি এবার ফটিকছড়ি আসন থেকে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দলীয় মনোনয়নের আশায় থাকা ৭৪ জন নারীনেত্রীদের মধ্যে রয়েছেন  মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তিনবারের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী হাসিনা মহিউদ্দিন এবং সাবেক ছাত্রলীগ নেত্রী, চসিক কাউন্সিলর নিলু নাগ সংরক্ষিত মহিলা সংসদীয় আসনে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। একমাত্র ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নীলু নাগ ইসলামিয়া বিশ^বিদ্যালয় কলেজের সাবেক ছাত্রী মিলনায়তন সম্পাদিকা, বর্তমানে ইসলামিয়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ বছর ধরে জনকল্যাণকর কাজসহ করোনা মহামারীতে রোগীদের নিজের ভাড়া করা পরিবহনে হাসপাতালে প্রেরণ, কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী, বিভিন্ন সময়ে বস্ত্র, শীতবস্ত্র বিতরণসহ নানা কারণে আলোচিত তিনি। এছাড়া মহানগর মহিলা আ’লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সাথে সদ্য সমাপ্ত হওয়া সংসদ নির্বাচনে নারী ভোটারদের ভোটকেন্দ্র মূখী করতে অবদান রাখেন নীলু নাগ। 

সংরক্ষিত আসনের মনোনয়নের পাওয়ার বিষয়ে হাসিনা মহিউদ্দিন বলেন, দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করছি। ইচ্ছে আছে এবার সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন, তাহলে দলের জন্য আরো বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবো।

নীলু নাগ বলেন, ৯৫ সালে ছাত্র রাজনীতি থেকে রাজনীতিতে আসার পর রাজপথে থেকে মাঠের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। তফসিল ঘোষণা করা হলে সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন ফরম নেবো। জনগণের জন্য কাজ করা রাজনীতিবিদদের বড় প্লাটফর্ম হচ্ছে জাতীয় সংসদ। মহিলা সংসদ সদস্য হিসেবে সুযোগ পেলে আরও বড় পরিসরে কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে মনোনয়ন দিবেন বলে আমার প্রত্যাশা। 

সঙ্গতভাবেই অন্যবারের চেয়ে এবার সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন সাকিব।

এছাড়া চট্টগ্রাম থেকে মনোনয়ন ফরম নিয়েছেন তারা হলেন-দক্ষিণ জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, উত্তর জেলা মহিলা আ’লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, ডবলমুরিং আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত ডা. আফছারুল আমীনের স্ত্রী ডা. কামরুন নেছা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার চৌধুরী, প্যানেল মেয়র ও কাউন্সিলর আফরোজা জহুরসহ মোট ৭৪ জন। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]