ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ ২৪ অগ্রহায়ণ ১৪৩০
ই-পেপার শনিবার ৯ ডিসেম্বর ২০২৩
ব্রেকিং নিউজ: খালেদা জিয়াসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৪ মার্চ       ‘১০ ডিসেম্বর সমাবেশ করতে আওয়ামী লীগকে ইসির অনুমতি নিতে হবে’       গোপালগঞ্জে ভাবীর লাঠির আঘাত দেবর নিহত      বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ২      গাংনীতে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২, ফেন্সিডিল উদ্ধার      সৌদিতে বয়লার বিস্ফোরণে তিন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত      




আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন জহির উদ্দিন খসরু
স্টাফ রিপোর্টার
Published : Tuesday, 21 November, 2023 at 6:37 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফরমটি জমা দেন তিনি।

এ সময় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সত্যতা নিশ্চিত করে জহির উদ্দিন খসরু বলেন, মুলাদী-বাবুগঞ্জবাসী আমাকে চায়, আমি জয়ী হলে এই এলাকার উন্নয়ন হবে বলেও তারা মনে করেন। তাই জননেত্রী শেখ হাসিনা জনগণের মতামতের ভিত্তিতে আমাকে মনোনয়ন দিবেন বলেও প্রত্যাশা করছি। একইসঙ্গে মুলাদী-বাবুগঞ্জ আসন থেকে নৌকা মার্কা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করব ইনশাল্লাহ।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধার সন্তান জহির উদ্দিন খসরু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস ও মাস্টার্স করেছেন।  বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা জহির উদ্দিন খসরু বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে সদস্য, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদক ছিলেন। পরে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য (পঞ্চম কংগ্রেস) সহ সম্পাদক (ষষ্ঠ কংগ্রেস) দায়িত্ব পালন করেন।

কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত জহির উদ্দিন খসরু মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের বাসিন্দা। তাদের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার পিতার নাম মোঃ আব্দুল খালেক। তিনি মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাটামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পেশায় শিক্ষক মোঃ আব্দুল খালেক বাটামারা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডারও ছিলেন। 

এছাড়া জহির উদ্দিন খসরুর সহোদর মোঃ সালাউদ্দিন অশ্রু বর্তমানে বাটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]